আজ ফরাসী স্যাটায়ার পত্রিকা Charlie Hebdo নবীজির কিছু নতুন কার্টুন প্রকাশ করবে। প্রচ্ছদের কার্টুনটি আপাতত লভ্য, সেটাতে দেখা যাচ্ছে, এক মুসলিম (মুহম্মদ কি?) বসে আছে হুইল চেয়ারে এবং হুইল চেয়ারটি ঠেলছে এক রক্ষণশীল ইহুদি। মুসলিমটি বলছে, 'হাসাহাসি করবা না!'
এই কার্টুনটির মজাটা আমি ঠিক উপলব্ধি করতে পারিনি। তবে অন্য একটি ফরাসী পত্রিকা জানিয়েছে, Charlie Hebdo-র আজকের সংখ্যার ভেতরের পাতায় নবীজির কিছু 'শকিং' কার্টুন আছে।
অপেক্ষা করতে থাকি তাহলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন