প্যাট্রিক কন্ডেল। ব্রিটিশ কমেডিয়ান, লেখক এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। ইউটিউবে তাঁর ভিডিও-সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখের কাছাকাছি! তাঁর সাম্প্রতিকতম ভিডিও দেখেছে লক্ষাধিক ব্যক্তি, মন্তব্য পড়েছে প্রায় ছয় হাজার, পাঁচতারা-রেটিং রেটিং পড়েছে আট হাজারেরও বেশি! অথচ ভিডিওটি পোস্ট করা হয়েছে মাত্র তিনদিন আগে! বিস্তারিত পড়ুন এখানে।
ইউটিউবে তাঁর ভিডিও-কর্মকাণ্ড শুরু হয় ২০০৭ সালে। প্রতিটি ভিডিওই ধর্ম-সংক্রান্ত। ব্যক্তিগতভাবে আমি তাঁর বেজায় ভক্ত। অতএব তাঁর আরও ভিডিও অচিরেই আসিতেছে! বর্তমান ভিডিওটির বয়স দু’বছর। এটিই ছিলো তাঁর প্রথম পোস্ট ইউটিউবে।
লক্ষ্য করুন, ভিডিওটি ইংরেজি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন