বিল মার (Bill Maher) – আমেরিকার বিখ্যাত কমেডিয়ান, টিভি-উপস্থাপক। “রেলিজুলাস” (religulous = religion + ridiculous) নামের একটি মকুমেন্টারি (ব্যঙ্গ করার উদ্দেশ্যে নির্মিত ডকুমেন্টারি। mockery + documentary. আমাদের সাইটের নামটিও প্রথম শব্দটি ধারণ করে।) তৈরি করে তুমুল সমালোচিত হন বিশ্বাসীদের কাছে। ছবিটি মুক্তি পাবার আগে সিএনএন-এর খ্যাতমান উপস্থাপক ল্যারি কিং সাক্ষাৎকার গ্রহণ করেন তাঁর। বিল মার যথারীতি স্বভাবসুলভ রসিকতার মাধ্যমে ধর্ম বিষয়ে তাঁর বক্তব্য নির্ভীকভাবে প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি ধর্মবিশ্বাসীদের উদ্দেশে বলেন, "Yeah, you believe it and I'm gonna say why it's dumb."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন