মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০০৯

মাল্টি-মিলিয়ন পাউন্ড ব্যয়ে চুনকালি অর্জন

বিনোদিত হবার মতোই খবর! ইংল্যান্ড জুড়ে সেপ্টেম্বর মাসে শুরু করা মাল্টি-মিলিয়ন পাউন্ড মূল্যের ক্রিশ্চিয়ান অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন একেবারেই উল্টো ফল দিয়েছে! অনলাইনে ঈশ্বরের অস্তিত্বের “পক্ষে”, “বিপক্ষে” বা “সম্ভবত” ভোট দেয়ার আহ্বান জানিয়ে ছাপানো পোস্টারের আহ্বানে সাড়া দেয় আটাশি হাজারেরও বেশি লোক।

তবে খ্রিষ্টান উদ্যোক্তারা যৎপরোনাস্তি লজ্জায় পড়ে যান ভোটের ফলাফল দেখে – ৯৬% ভোটার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না!



প্রধান উদ্যোক্তা দায়ী করেছেন “ওয়েব স্টিং”-কে (web sting)। তাঁর ধারণা সত্যি যদি হয়ও, তারপরও খবরটি প্রভূত তৃপ্তিদায়ক। কারণ ধর্মবাজদের মাল্টি-মিলিয়ন পাউন্ড গচ্চা তো গেলই, তার ওপরে চুনকালি পড়লো মুখে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন