রবিবার, ২৫ অক্টোবর, ২০০৯

নির্ধার্মিক মনীষীরা – ০১

মেধার জন্য কোনও পুরস্কারের কথা কোনও ঈশ্বর বলেনি। এমনকি এমন একজন ঈশ্বরও নেই, যে মেধার প্রতি সামান্যতম আগ্রহ দেখিয়েছে।
মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০, আমেরিকান লেখক, রসবোধ ও বুদ্ধিদীপ্ত শ্লেষোক্তির কারণে বিশেষভাবে খ্যাতিমান। বিস্তারিত এখানে।), Notebook (1900)

ভালো মানুষেরা করে ভালো কাজ, খারাপেরা – খারাপ কাজ। কিন্তু ভালো মানুষকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে প্রয়োজন ধর্মের।
Steven Weinberg (১৯৩৩-, আমেরিকান পদার্থবিদ, ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যায়। বিস্তারিত এখানে।) in a dialog on religion with other scientists, 1999, quoted from "The Constitution Guarantees Freedom From Religion" an open letter to US Vice-Presidential candidate Senator Joseph Lieberman, issued by the Freedom From Religion Foundation on August 28, 2000

ঈশ্বর যদি শুধু স্পষ্ট একটা ইঙ্গিত দিতেন আমাকে! হতে পারে সেটা সুইস ব্যাঙ্কে আমার নামে বড়ো অংকের একটা ডিপোজিট!
উডি অ্যালেন (১৯৩৫-, তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান চিত্র পরিচালক, অভিনেতা, জ্যাজ মিউজিশিয়ান, কমেডিয়ান ও নাট্যকার। বিস্তারিত এখানে।), "Selections from the Allen Notebooks," in New Yorker, Nov. 5, 1973.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন