শুক্রবার, ২০ নভেম্বর, ২০০৯

খতমের রকমফের

খালেদা জিয়া সম্পর্কে কটু মন্তব্য করার কারণে তাঁর এক ভক্ত হুমায়ুন আজাদকে ফোনে হুমকি দিয়ে বলেছিল, “দুই হাত কাইটা ফালামু!” সে তার হুমকি বাস্তবায়নের সুযোগ পায়নি। সমালোচনা-অসহিষ্ণু ইসলামী ধর্মান্ধরা তাঁকে খতম করেছে, যারা কোরানও খতম করে থাকে নানান উপলক্ষে। 

শুধু দুঃখের কথা এই যে, “খতম” শব্দটি দ্ব্যর্থবোধক।

তিন বিদেশী শিল্পীর আঁকা তিনটি কার্টুন দেখুন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন