বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০০৯

নির্ধার্মিক মনীষীরা – ০৪

ব্যক্তিগত ঈশ্বর বিষয়ক উপলব্ধি একটি নৃতাত্ত্বিক ধারণামাত্র, যা আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে সক্ষম নই।
আলবার্ট আইনস্টাইন (১৮৭৯-১৯৫৫), letter to Hoffman and Dukas, ১৯৪৬


মানবজাতিকে মুক্তি দেবার কথা সত্যিকারের ধর্মের। কিন্তু উপাসনালয়গুলো তো মুক্তি দিতে চায় না মানুষকে, যে স্বতন্ত্রভাবে চিন্তা করতে সক্ষম, সক্ষম খুঁজে নিতে নিজের ব্যক্তিগত ঈশ্বরকে। যেই মুহূর্তে ধর্ম রূপ পায় সংগঠনের, ঠিক তখন থেকে তা আর ধর্মীয় অনুভূতি নয়, কুসংস্কার ও উন্মাদনার সমষ্টি
ফেদেরিকো ফেলিনি (১৯২০-১৯৯৩, স্বনামখ্যাত ইতালীয় চিত্র-পরিচালক), interview, Harry Reasoner, 60 Minutes, ১৯৮১


স্বর্গ-নরক, মানুষের পরজন্ম বা ব্যক্তিগত ঈশ্বর প্রাসঙ্গিক ধর্মীয় তত্ত্বগুলোর বিন্দুমাত্র বৈজ্ঞানিক প্রমাণ আমি পাইনি।
টমাস আলভা এডিসন (১৮৪৭-১৯৩১, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা... থুক্কু, আবিষ্কারক), Columbian Magazine

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন