রবিবার, ৮ নভেম্বর, ২০০৯

অনর্থকর ধর্মের যতো “অর্থ”

ইহজগতে অর্থ উপার্জনের (বলা উচিত – করায়ত্ত করার) সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতির নাম ধর্ম। অপরিমেয় অর্থের মালিক হয়েও আয়ের হিসেব দিতে হয় না, উৎস জানাতে হয় না, কর দিতে হয় না, মামলা-মোকদ্দমার ভয় নেই, রাষ্ট্রযন্ত্র তাদের ঘাঁটাতে সাহস করে না। ধর্মবিশ্বাস নামের দুর্বলতাকে পুঁজি করে মসজিদ-মন্দির-চার্চ-সিনাগগগুলো কতোটা ধনপ্রাচুর্যে প্লাবিত, কতোটা বিপুল অর্থের অধিকারী, সাধারণ বিশ্বাসীরা সেটির খবরও রাখে না।

Who’s Got God’s Millions নামের এই ভিডিও কিছুটা হলেও এ বিষয়ে আলোকপাত করেছে। 
 
 লিংক উপলব্ধ নয়

প্রায় প্রাসঙ্গিক একটি ছোট্ট ভিডিও। আমেরিকার লেখিকা, অভিনেত্রী, কমেডিয়ান স্যারা সিলভারম্যান পৃথিবীর খাদ্যসমস্যা সমাধানের সহজ উপায় বাতলেছেন: Sell The Vatican, Feed The World
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন