বুধবার, ১৮ নভেম্বর, ২০০৯

নির্ধার্মিক মনীষীরা – ০৫

বাঙালি মনীষীদের উদ্ধৃতি সংকলন “মনীষী-বচন-নির্ঝর” (সংকলন: ডঃ পার্শ্বনাথ চৌধুরী, সাহিত্য ভারতী পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড) থেকে কিছু উদ্ধৃতি পাঠিয়ে “ধর্মকারি”-কে সমৃদ্ধিকরণে অবদান রাখার জন্য লন্ডনপ্রবাসী “খারাপ মানুষ” নামের এক সৎ মানুষের প্রতি কৃতজ্ঞতা।


আমি বুঝিতে পারি না যে দেশের লোক বিশ্বাস করেন, ঈশ্বর সর্বভূতে আছেন, সে দেশের লোক অস্পৃশ্যতার মতো একটা প্রথা কেমন করিয়া সহ্য করে।
সুভাষচন্দ্র বসু (জন্মসাল ১৮৯৭, মৃত্যুসাল অজ্ঞাত)


মৌলবাদ যতো শক্তিশালীই হোক না, তা ক্ষণস্থায়ী। কারণ তার ভিত্তি অবৈজ্ঞানিক, মধ্যযুগীয়।
অন্নদাশঙ্কর রায় (১৯০৫-২০০২), নব্বই পেরিয়ে, মৌলবাদ একদিন মিলিয়ে যাবেই


ভাষা যতোখানি উদারতা দেখাতে পেরেছে, ধর্ম ততোটা পারেনি।
– হীরেন্দ্রনাথ দত্ত (১৮৬৮-১৯৪২, দার্শনিক, জাতীয়তাবাদী নেতা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন