প্রার্থনা
করলে ভগবানেশ্বরাল্লাহ সাড়া দেন বলে অলীক যে-বিশ্বাস আছে
ধর্মবিশ্বাসীদের, তা কখনও কখনও উৎকট পর্যায়ে পৌঁছে লোপ করে দিতে পারে
তাদের সাধারণতম জ্ঞান। রুশ ভাষায় বলে, "প্রার্থনা করছো করো, তবে বৈঠা
বাওয়া থামিয়ো না।" কিন্তু বৈঠা বাওয়া থামিয়ে শুধু প্রার্থনা-নির্ভর
হয়ে পড়ে কীভাবে মা অভুক্ত রাখতে পারে সন্তানকে, অসুস্থ শিশুকে চিকিৎসাহীন
রেখে নির্বিকার থাকতে পারে পিতা-মাতা, জেনে অবিশ্বাস্য মনে হয়।
ঘটনা ১.
সব ধরনের চিকিৎসা সম্পূর্ণভাবে উপেক্ষা করে ১১ বছর বয়সের অসুস্থ কন্যার
আরোগ্যের জন্য প্রার্থনাই যথেষ্ট মনে করেছিলেন তার পিতা-মাতা। ফলাফল কী?
মেয়েটির অকাল মৃত্যু। এখানে পড়ুন।
ঘটনা ২.
ঈশ্বর খাবার সরবরাহ করবে, এই আশায় তিন মাস হাত গুটিয়ে বসে ছিলেন পাঁচ
সন্তানের মা। কাজ খোঁজার কোনও উদ্যোগ নেননি, করেননি খাবার যোগাড়ের চেষ্টা।
এক পর্যায়ে এগারোটি দিন সম্পূর্ণ অনাহারে ছিলো তারা। পুলিশ যখন তাদের
উদ্ধার করে, তখন কথা বলার শক্তি ছিলো না কারুর। অবিশ্বাস্য খবরটি এখানে।
মানুষ যে কবে এই সরল সত্যটি উপলব্ধি করবে যে, ...
(ছবিগুলোয় ক্লিক করে পূর্ণ আকারে দেখুন)