মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০০৯

ধর্মাতুল কৌতুকিম – ০৪

(সিরাতুল মুস্তাকিমে চলা কখনওই হবে না আমার, তাই ধর্মাতুল কৌতুকিম-ই আমার পথ )


১০.
বাগদাদ। অন্ধকার এক রাস্তায় এক পথিকের সামনে উদয় হলো এক সশস্ত্র ব্যক্তির। অস্ত্র তাক করে ধরে সে প্রশ্ন করলো:
– আপনি কোন ধর্মের?
পথিক উত্তর দিলো:
– আমি নাস্তিক।
– নাস্তিক, সেটা বুঝলাম, – বললো সশস্ত্র ব্যক্তি। – কিন্তু আপনি শিয়া নাস্তিক, নাকি সুন্নি নাস্তিক?


১১.
– ইলেকট্রিক বাল্ব বদলাতে ক'জন মুসলমান প্রয়োজন?
– একজনও না। বাল্ব অকেজো হয়ে গেলে বুঝতে হবে, তা আল্লাহর ইচ্ছা। আর তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা গুনাহ।


১২.
আফ্রিকায় এক সিংহের সামনে পড়লো এক ধর্মপ্রচারক। তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে সে প্রার্থনা করতে শুরু করলো ঈশ্বরের কাছে। তাকে অবাক করে দিয়ে প্রার্থনা শুরু করলো সিংহটিও।
– তুমি প্রার্থনা করছো কেন? – জিজ্ঞেস করলো ধর্মপ্রচারক। – আমি তো তোমাকে মারতে পারবো না।
– তা জানি, – জানালো সিংহটি। – আমি স্রেফ খাবার আগে প্রার্থনা সেরে নিচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন