(নামপ্রকাশে অনিচ্ছুক এক সুহৃদ এই সিরিজের অনুবাদকর্মে প্রভূত অবদান রেখে চলেছেন। তাঁর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।)
স্বর্গের খাতিরে ইহজগতের জীবনকে বিসর্জন দেয়ার অর্থ মূলকে দূরে ঠেলে ছায়ার পেছনে ছোটা।
– ভিক্টর হুগো, (১৮০২-১৮৮৫, ফরাসী ঔপন্যাসিক, কবি, নাট্যকার, মানবাধিকার কর্মী), from Rufus K Noyes, Views of Religion, quoted from James A Haught, ed, 2000 Years of Disbelief
আত্মা নামের ধারণাটি হজম করতে আমার মন অপারগ। আমার ভুল হতে পারে, আত্মা হয়তো আছে। তবু আমি স্রেফ বিশ্বাস করি না।
– টমাস আলভা এডিসন (১৮৪৭-১৯৩১, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা... থুক্কু, আবিষ্কারক), "Do We Live Again?"
হাবভাবে
মনে হয়, ধর্মযাজকেরা দারিদ্র্য বা পশুদের প্রতি বর্বরতাকে ততোটা
বিভীষিকাময় মনে করেন না, যতোটা মনে করেন সূর্যস্নান ও নগ্নতাকে।
– Susan Ertz (১৮৯৪-১৯৮৫, ব্রিটিশ-আমেরিকান ঔপন্যাসিকা, কল্পকাহিনী লেখিকা), quoted from Jonathon Green, The Cassell Dictionary of Cynical Quotations
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন