শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

নির্ধার্মিক মনীষীরা – ০৬

(নামপ্রকাশে অনিচ্ছুক এক সুহৃদ এই সিরিজের অনুবাদকর্মে প্রভূত অবদান রেখে চলেছেন। তাঁর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।)



স্বর্গের খাতিরে ইহজগতের জীবনকে বিসর্জন দেয়ার অর্থ মূলকে দূরে ঠেলে ছায়ার পেছনে ছোটা।
ভিক্টর হুগো, (১৮০২-১৮৮৫, ফরাসী ঔপন্যাসিক, কবি, নাট্যকার, মানবাধিকার কর্মী), from Rufus K Noyes, Views of Religion, quoted from James A Haught, ed, 2000 Years of Disbelief


আত্মা নামের ধারণাটি হজম করতে আমার মন অপারগ। আমার ভুল হতে পারে, আত্মা হয়তো আছে। তবু আমি স্রেফ বিশ্বাস করি না।
টমাস আলভা এডিসন (১৮৪৭-১৯৩১, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা... থুক্কু, আবিষ্কারক), "Do We Live Again?"


হাবভাবে মনে হয়, ধর্মযাজকেরা দারিদ্র্য বা পশুদের প্রতি বর্বরতাকে ততোটা বিভীষিকাময় মনে করেন না, যতোটা মনে করেন সূর্যস্নান ও নগ্নতাকে।
Susan Ertz (১৮৯৪-১৯৮৫, ব্রিটিশ-আমেরিকান ঔপন্যাসিকা, কল্পকাহিনী লেখিকা), quoted from Jonathon Green, The Cassell Dictionary of Cynical Quotations

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন