আমার খুব প্রিয় একটি ভিডিও এবং সেটির লেজুড় হিসেবে আরও তিনটি মজাদার ভিডিও দিয়ে শুরু করা যাক নতুন বছর।
অস্ট্রেলীয় এবিসি চ্যানেলে The Chaser's War on Everything নামে অতীব জনপ্রিয় একটি স্যাটায়ার-শো হতো। নানান সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে তীক্ষ্ণ কটাক্ষ করে স্বল্প সময়ে ব্যাপক খ্যাতিলাভে সক্ষম হয়েছিল পাঁচ যুবকের স্যাটিরিকল গ্রুপ The Chaser।
প্রথম ভিডিওতে ধর্ম-মকারি'র কিছু অসাধারণ নিদর্শন আছে। তেমন কয়েকটির স্ক্রিনশট দেয়ার প্রলোভন সম্বরণ করা দুষ্কর।
অবিশ্বাসীদের প্রশ্নবোধক বিকল্প-ক্রুশ
ম্যাক-মুখী হয়ে নামাজ আদায়
এবারে ভিডিও।
আপত্তিকর ইসলামী বক্তব্য দিয়ে অভ্যস্ত অস্ট্রেলীয় মুসলিম নেতা শেখ আল-হিলালির সাথে সম্মুখ-সমর।
গাড়ির প্যারোডি-বিজ্ঞাপন। গাড়ির নাম – জিহাদ কার।
উপাসনালয়গুলোর বিভিন্ন বাণীর প্যারোডি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন