বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১০

ধর্মাতুল কৌতুকিম – ০৭


১৯.
– শরিয়তসম্মত স্ট্রিপটিজ নাচ কি সম্ভব?
– সম্ভব। ব্যাকগ্রাউন্ডে সুরাপাঠ শোনা যাবে এবং হিজাব-পরিহিতা নর্তকী স্টেজে এসে দীর্ঘ সময় ধরে তার আবৃত মুখমণ্ডল নগ্ন করবে।


২০.
– ক্যাথলিক ধর্মযাজক এবং ব্রনের মধ্যে পার্থক্য কী?
Acne doesn't come on your face until you've turned 13.
(ইংরেজি বাক্যটি অনুবাদ করলে কৌতুকের মজা হারিয়ে যেতো)


২১.
জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজের ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন যাত্রীদের:
– মোনাজাত করতে পারেন কেউ?
এক মোল্লা হাত তুলে বললেন:
– আমি পারি।
– চমৎকার! – বললেন ক্যাপ্টেন। – আমাদের একটা লাইফ-জ্যাকেট শর্ট পড়ছে। আপনি তাহলে মোনাজাত করতে থাকুন, আর বাকিরা লাইফ-জ্যাকেট পরে নিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন