রবিবার, ৩১ জানুয়ারী, ২০১০

ইসরাইল আর প্যালেস্টাইনের জন্য শান্তিসঙ্গীত


দা-কুড়াল সম্পর্ক / আদায়-কাঁচকলায় / সাপে-নেউলে / ইহুদি-মুসলমানে... সবই সমার্থক আসলে।


প্রসঙ্গত একটি গানের কথা মনে পড়লো। টিম মিনচিনের গাওয়া। তাঁর গাওয়া যে-গানটি শুনেই ভক্ত হয়ে গিয়েছিলাম তাঁর মৌলিকত্ব, অভিনবত্ব আর অসাধারণ রসবোধের, সেটিই দিয়েছিলাম ধর্মকারীর প্রথম সঙ্গীত-পোস্টে। আজ দিচ্ছি ইসরাইল আর প্যালেস্টাইনের জন্য তাঁর রচিত একটি গান।


গানের কথাগুলো এরকম:

We don't eat pigs,
You don't eat pigs,
It seems it's been that way for ever
So if you don't eat pigs,
And we don't eat pigs,
Why not not eat pigs together?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন