২০০৭ সালের ২৯ জানুয়ারি আলাস্কার এক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই অমূল্য পত্রখানি। অ্যালিস নামের ধর্মাবিষ্ট একজন পাঠক লিখেছিলেন, সব নাস্তিককে ঘাড় ধরে আমেরিকা থেকে বের করে দেয়া উচিত। কারণ আমেরিকায় থাকতে গেলে ঈশ্বরবিশ্বাস বাধ্যতামূলক। আর তাছাড়া নাস্তিকেরা আইনভঙ্গকারী কোনও অপরাধ না করলেও আমেরিকার সর্বনাশের কারণ তারাই। তাদের কারণেই আমেরিকার অপরাধপ্রবণতা বর্ধনশীল।
(ছবিতে ক্লিক করে পূর্ণ আকারে দেখুন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন