ভিডিওটি দেখতে পারলাম না শেষ পর্যন্ত। দেখা সম্ভব হলো না। সম্পূর্ণ নিরপরাধ, অবুঝ শিশুদের অযৌক্তিকভাবে অভিযুক্ত করে পাশবিক শাস্তি দেয়া হচ্ছে। ধর্মভূতাক্রান্ত পিতামাতারাও অংশ নিচ্ছে তাতে। ধর্ম আর আল্লাহর নামে পৃথিবীর বুকে চলেছে এবং চলছে অনিঃশেষ রক্তপাত, করা হয়েছে অপরিসীম অপকীর্তি। সমস্ত ধর্মকে আমি ঘৃণা করি। ধর্মগুলোর ভালো কাজের শীর্ণকায়, হ্রস্ব তালিকা ধর্মপ্রসূত রক্তস্রোত আর শিশুদের অশ্রুধারায় ধুয়ে-মুছে গেছে বহু শত বছর আগে, এই বোধটি মানুষের কবে হবে?
ভিডিওটির অন্তত প্রথম পাঁচ-সাত মিনিট দেখতে অনুরোধ জানাই সবাইকে।
সংক্ষেপে এই ছবি সম্পর্কে: 2008 Emmy Award-winning Dispatches story of an estimated 15,000 children in Africa's Niger Delta being denounced by Christian pastors as witches and wizards and then killed, tortured or abandoned by their own families. Two-and-a-half-year-old Ellin is one such child. Found at the side of the road, her body having been severely burnt with boiling water. Nwanakwo, eight years old, had acid poured over him after being labeled a wizard, and later died.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন