রবিবার, ২৪ জানুয়ারী, ২০১০

ওরাংওটাং আর কুকুর


আদায়-কাঁচকলায় সম্পর্কের দুই প্রাণীর ভেতরে বন্ধুত্বের খবর আমরা সবাই পড়েছি এবং ভিডিওও দেখেছি অনেকে। তবে বিচিত্র বন্ধুত্বের এই ভিডিওটি আমাকে বিস্মিত করেছে ভীষণভাবে। মানুষ আর কুকুরের সম্পর্কের সাথে এই ওরাংওটাং আর কুকুরের সম্পর্কের কী অবিশ্বাস্য সামঞ্জস্য! ওরাংওটাং আমাদের নিকটাত্মীয় না হয়েই পারে না (প্রাসঙ্গিক ভিডিও) ।

ধর্মকারী'র চরিত্রের সাথে ন্যাশনাল জিওগ্রাফিকের এই ভিডিও প্রত্যক্ষভাবে সাযুজ্যপূর্ণ নয় হয়তো। তবে বিবর্তনবাদ মেনে নিতে ধর্মগুলোর ধনুর্ভঙ্গ কিন্তু ভিত্তিহীন অনীহা ভিডিওটিকে এই সাইটের উপযোগী করে তুলেছে বলে বোধ হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন