মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১০

আদালতে "আল্লাহ"


আমরা সবাই জানি, আল্লাহ একটি আরবি শব্দ এবং সচরাচর মুসলমানদের প্রভু অর্থে ব্যবহার করা হয়ে থাকে।

কিন্তু মালয়েশিয়ায় এই শব্দের ব্যবহার শুধু মুসলমানদের মধ্যে সীমিত নয়। মালয়ভাষী স্থানীয় খ্রিষ্টানরা তা শত শত বছর ধরে ব্যবহার করে আসছে ঈশ্বর অর্থে। আর তাই "যিশু খ্রিষ্ট আল্লাহর সন্তান" বলার ভেতরে অস্বাভাবিক কিছু নেই।

কিন্তু মুসলমানেরা "আল্লাহ"-র ওপর তাদের একচ্ছত্র দখলে কোনও ছাড় দিতে রাজি নয়। নববর্ষের প্রাক্কালে আদালত রায় দিয়েছে এই মর্মে যে, মালয়েশিয়ার রোমান ক্যাথলিকরা আল্লাহ শব্দটি ব্যবহার করতে পারবে। তবে সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন