শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১০

ধর্মাতুল কৌতুকিম – ০৬


১৬.
– ক্রুশবিদ্ধ যিশু ও ছবির যিশুর মধ্যে পার্থক্য কোথায়?
– ছবির যিশুকে ঝোলাতে দরকার একটি পেরেক।


১৭.
স্বর্গোদ্যানে হেঁটে বেড়াচ্ছে আদম আর হাওয়া। হাওয়া জিজ্ঞেস করলো:
– আদম, তুমি আমাকে ভালোবাসো?
দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলো আদম:
– উপায় তো নেই!


১৮.
বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন ফরম পূরণ করবার সময় এক আরবীয় শেখ "সেক্স"-এর পাশে লিখলো: সপ্তাহে চারবার। ইমিগ্রেশন অফিসার তাকে বুঝিয়ে বললো:
– এখানে লিখতে হবে MALE বা FEMALE.
আরবীয় শেখ লিখলো: MALE, FEMALE, SHEMALE এবং মাঝেমধ্যে CAMEL.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন