মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১০

সচিত্র হা-হা-হাদিস – ০৩


কুত্তা ক্যান "আল্লাহ" কয়?

"ভূতের মুখে রাম নাম"-এর সমার্থক বাক্য হতে পারে "কুত্তার মুখে আল্লাহ নাম"। অন্তত আজ খোমাখাতায় একটা ভিডিও দেখে সে-কথাই মনে হলো। বাংলাদেশেই এক বাচ্চা-কুকুর প্রায় অবিরামভাবে একই জাতীয় একটা শব্দ উচ্চারণ করে চলেছে এবং শুনলে তা সত্যিই "আল্লাহ" মনে হয়। মন্তব্য করতে গিয়ে ভক্তকুল গদগদ হয়ে "সুবহানাল্লাহ" বলে চলেছে। একজন তো বলেই বসলো, এই ঘটনা সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে অজস্র প্রমাণের একটি উদাহরণ! হাসুম, না কান্দুম, বুজিতেসি না!

কারণ ইসলাম ধর্মে কুকুর যে অতি অপাংক্তেয় ও অস্পৃশ্য একটি প্রাণী, সে-কথার উল্লেখ আছে হাদিসে একাধিকবার। সেই কুকুর কেন আল্লাহভক্ত হবে! নবীজির তো রীতিমতো কুকুরবিদ্বেষ ছিলো! কুকুরের মতো নিরীহ ও উপকারী প্রাণীর প্রতি "শান্তির নবী"-র এমন হিংস্র মনোবৃত্তির কারণ একটাই হতে পারে: হালারে কখনও কুত্তায় কামড়াইসিল!

হাদিস থেকে উদ্ধৃতি:

Bukhari vol IV, no. 539
Narrated Abu Talha: The Prophet said, “Angels do not enter a house which has either a dog or a picture in it.”

Bukhari vol IV, no. 540
Narrated Abdullah bib Umar: “Allah’s Apostle ordered that the dogs should be killed.

Muslim vol I, no. 551
Ibn Mughaffal reported: The Messenger of Allah ordered killing of the dogs, and then said: “What about them, i.e., other dogs?” and then granted concession to keep the dog for hunting and the dog for the herd and said: “When the dog licks the utensil, wash it seven times and rub it with dirt the eighth time.”

Muslim vol III, no 3809
Ibn ‘uMar reported Allah’s Messenger giving command for killing dogs.”

Muslim vol III, no 3810
Ibn ‘uMar reported: Allah’s Messenger ordered us to kill dogs and he sent men to the corners of Medina that they (i.e., the dogs) should be killed.

Muslim vol III, no 3813
Abu Zubair heard Jabir b. Abdullah saying: Allah’s Messenger ordered us to kill dogs and we carried out this order so much that we also killed the dog coming with a woman from the desert. He said, “It is your duty to kill the jet-black dog having two spots, for it is the devil.”


(ছবিতে ক্লিক করে পূর্ণ আকারে দেখুন)

সংযোজন:
পোস্টটি প্রকাশের পর O'neel Bd একটি মজাদার ভিডিওর সন্ধান দিলেন। কুকুর-বেড়ালের "কথা"-র সংকলন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন