যা হবার, তা হবেই। আমাদের কোনও প্রার্থনা সেটির গতিরোধ করতে পারবে না।
– আব্রাহাম লিংকন (১৮০৯-১৮৬৫, আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট), quoted by Mary Todd Lincoln in William Herndon's Religion of Lincoln, quoted from Franklin Steiner, The Religious Beleifs of Our Presidents, p. 118
কথিত স্রষ্টা কর্তৃক মানুষের কাছে প্রেরিত কোনও ধর্মের প্রতি আমার বিশ্বাস নেই। আপনাদের কথিত অমরত্ব নিয়ে আমার কোনও মাথব্যথা নেই।
– লর্ড বায়রন (১৭৮৮-১৮২৪, ব্রিটিশ কবি), letter to the Rev Francis Hodgson (1811), quoted from James A Haught, ed, 2000 Years of Disbelief
মানুষের শরীরকে শৃঙ্খলমুক্ত করার চেয়ে বড়ো কাজ আর নেই – নেই মহত্তর কাজ মানুষের আত্মাকে ভূতমুক্ত করার চেয়ে।
– Robert Green Ingersoll (১৮৩৩-১৮৯৯, আমেরিকার রাজনীতিবিদ, মুক্তচিন্তাচর্চা প্রচারে অনলস কর্মী), quoted from the Address, Ingersoll the Magnificent, delivered by Joseph Lewis on August 11th 1954 dedicating, as a Public Memorial, the house in which Robert G Ingersoll was born, Dresden, Yates County, in the state of New York.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন