ধর্ম আর কুসংস্কারের মধ্যে তফাত যে বিশেষ নেই, সেটির উপর্যুপরি প্রমাণ এই ঘটনা।
আটাশ বছর বয়সী নিঃসন্তান পিতা মুকেশ কুমার নিজের জিভ কেটে উৎসর্গ করেছে দেবতা শিবকে। লক্ষ্য – পিতা হওয়া। এক মন্দিরে গিয়ে সে রেজর দিয়ে কেটে ফেলে নিজের জিভ। ঘটনা ভারতের উত্তর প্রদেশের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন