শনিবার, ২৩ জানুয়ারী, ২০১০

হুমায়ুন আজাদের ধর্মবিরোধী প্রবচনগুচ্ছ – ০৬


১৬. মসজিদ ও মন্দির ভাঙার সময় একটি সত্য দীপ্ত হয়ে ওঠে যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রয়, কতো অনুপস্থিত!


১৭. পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত, তাতে সমাজের বা অন্যের, এমনকি নিজেরও কোনো ক্ষতি হয় না; কিন্তু অপরাধ সামাজিক, তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা সমাজের।


১৮. ভাবাদর্শগত জীবন হচ্ছে বন্দী জীবন। মানুষ জীবন যাপনের জন্য জন্মেছে, ভাবাদর্শ যাপনের জন্য জন্মেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন