অনেক ভেবে দেখলাম, ইন্টারনেট আমার ঈশ্বর এবং গুগল (দঃ) আমার রসুল। আর তাই দেখা যাক, ইন্টারনেট কেন ঈশ্বরের চেয়ে সর্বাংশে শ্রেয়।
১. অনলাইনে নরকে পোড়ার সম্ভাবনা নেই।
২. কেউ প্রোভাইডার বদল করলে তাকে আগের প্রোভাইডারের লোকজন হত্যা করে না।
৩. নেটে সেলেব্রেটিদের ন্যাংটো ছবি পাওয়া যায়।
৪. ইন্টারনেট উদ্ভট নীতিকথা ঝাড়ে না।
৫. ইচ্ছে করলেই নেটবিযুক্ত হওয়া যায় পিসি বন্ধ করে ফেলে়। কিন্তু আজান, গির্জার ঘণ্টা, তবলিগের অত্যাচার, ধর্মপ্রচারকদের আগ্রাসন থামানোর উপায় নাই।
৬. ইন্টারনেট মানুষদেরকে ঘনিষ্ঠ করে।
৭. দিনে পাঁচবার উঠ-বস করা, সপ্তাহে একদিন গির্জায় যাওয়া তথা কোনও রিচুয়ালের বাধ্যবাধকতা ইন্টারনেটে নেই।
৮. পর্নো।
৯. ইন্টারনেট ঈশ্বরের চেয়েও বেশি জানে। ধর্মবিশ্বাসীরাও তাদের অনেক প্রশ্নের উত্তর ধর্মগ্রন্থগুলোয় না খুঁজে ইন্টারনেটের শরণ নেয়।
১০. ইন্টারনেট বাস্তব।
দৃষ্টি আকর্ষণ:
নেটে পাওয়া এই লেখাটি অনুবাদের সময় একটা আইডিয়া এলো মাথায়: “আল্লাহর messenger অপেক্ষা ইয়াহু messenger উত্তম” কেন, এই প্রশ্নের উত্তর পাঠকদের কাছ থেকে আহ্বান করা যেতে পারে। সবাইকে অনুরোধ করছি এতে অংশ নিতে। যথেষ্ট পরিমাণ ইনপুট পাওয়া গেলে সবগুলো একত্র করে একটি পোস্ট দেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন