রবিবার, ৩১ জানুয়ারী, ২০১০

আত্মপীড়ন ও ঈশ্বর-সংসর্গ


মর্ষকামী (masochist) তাকেই বলা হয়, যে প্রণয়ী বা প্রণয়িণী কর্তৃক নিপীড়িত হয়ে আনন্দ (মূলত যৌনানন্দ) লাভ করে থাকে। কিন্তু আত্মপীড়নে কেউ সুখ বা তৃপ্তি পেলে তাকে কী বলা যাবে? স্বমর্ষকামী? আত্মমর্ষকামী?


প্রয়াত ক্যাথলিক পোপ জন পল ছিলেন তেমন। তিনি নিজেকে বেত্রাঘাত করতেন ঈশ্বরের আরও নিকটবর্তী হবার জন্যে। যৌনানন্দের চিন্তা মাথায় আনবেন না। সে-বিষয়ে কিছুই বলা হয়নি। আর তাছাড়া প্রকৃত খ্রিষ্টান হবার জন্য আত্মনিপীড়িন যথার্থ পদ্ধতি বলে তিনি মনে করতেন।

মূল খবর এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন