মালয়েশিয়ার খ্রিষ্টানরা ইসলামপূর্ব সময় থেকে তাদের ঈশ্বরকে "আল্লাহ" সম্বোধন করে আসছে। কিন্তু "আল্লাহ" শব্দটি অন্যের সাথে ভাগাভাগি করতে রাজি নয় মুসলমানেরা। তবে সেটির একচেটিয়া অধিকার তারা নিজেদের দখলে রাখতে চাইলেও নববর্ষের প্রাক্কালে আদালত রায় দিয়েছিল এই মর্মে যে, মালয়েশিয়ার রোমান ক্যাথলিকরা আল্লাহ শব্দটি ব্যবহার করতে পারবে। তখন সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাসঙ্গিক একটি পোস্ট আগে প্রকাশিত হয়েছিল ধর্মকারী-তে।
ঘটনাটি সম্প্রতি নতুন মোড় নিয়েছে। ইসলামী পণ্ডিতেরা বলছেন, "আল্লাহ" শব্দটি God-এর যথাযথ অনুবাদ নয়! লে হালুয়া! তাইলে সংকটের মুহূর্তে আমি কারে ডাকুম?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন