(হঠাৎ করেই আইডিয়াটি এসেছিল মাথায়: আল্লাহর messenger অপেক্ষা ইয়াহু messenger উত্তম। ভাবলাম, পাঠকদের ইনপুট আহ্বান করা যেতে পারে। সাহস করে এক পোস্টে উল্লেখও করলাম সে-কথা। এবং সাড়া পেলাম প্রত্যাশার চাইতে অনেক বেশি। সবাইকে অজস্র ধন্যবাদ।)
৫. আল্লাহর messenger নাকি একাধিক বিয়ে করেছিলেন (৯ বছরের বাচ্চা সহ) কিন্তু ইয়াহু messenger এ এরকম কোনো সম্ভবনা নাই। এমনকি যদি কোনো মেয়ের সাথে লাইন মারতে যাই তাহলে IP সহ ব্যান খাওয়ার সমূহ আশংকা আছে।
৮. আল্লাহর messenger এর বিরুদ্ধে কিছু বললে সে কাফির, কিন্তু ইয়াহু messenger এ এই রকম কোন সমস্যা নাই।
ধর্মপচারক
২৪. ইয়াহু messenger-এ লেখা সমস্ত কথার চ্যাট-লগ রাখা যায়। ফলে কে, কখন, কবে, কী লিখেছে, তার নিখুঁত প্রমাণ পাওয়া সম্ভব।
২৫. ইয়াহু messenger-এর লোগো হচ্ছে আকর্ণবিস্তৃত হাসি। আল্লাহর যুদ্ধবাজ messenger-এর লোগো হতে পারে শুধু তরবারি। আর তরবারি অপেক্ষা হাসি সব সময়ই শ্রেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন