সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১০

ধর্মের বংশলতিকা


যুগে যুগে মানুষের কল্পনাপ্রবণ মস্তিষ্ক থেকে উদ্ভুত ভগবানেশ্বরাল্লাহর তালিকাসম্বলিত একটি পোস্ট দিয়েছিলাম বেশ আগে (এখানে দেখুন)। আজ দেখা যাক ধর্মের তালিকা।

ধর্মবিশ্বাসীরা জীবজগতের বিবর্তনে বিশ্বাস করে না বটে, তবে ধর্মের বিবর্তনে তাদের কতোটা বিশ্বাস জানতে ইচ্ছে করে। পৃথিবীর ইতিহাসে এক ধর্ম থেকে শাখা-প্রশাখা গজিয়ে কতোশতো ধর্মের জন্ম হয়েছে! এবং ধেড়ে থেকে শুরু করে পুঁচকে - প্রতিটি ধর্মই জোর গলায় দাবি করে, একমাত্র তাদের ধর্মেই আছে মানুষের প্রকৃত মুক্তি এবং শুধু তাদের ভগবানেশ্বরাল্লাহই সত্য।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন