পরকালে প্রতিশ্রুত ইন্দ্রিয়পরায়ণ জীবনে অন্ধবিশ্বাস অসংখ্য মুসলমান যুবককে আত্মঘাতী জঙ্গি হতে উদ্বুদ্ধ করেছে এবং করছে। ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণা, দেশাত্মবোধের চাইতে বাহাত্তরটি অক্ষতযোনী হুরের দুর্দমনীয় প্রলোভনই তাদের প্রধানতম প্রেরণা বলে বোধ হয়। সুইসাইড কিলারস নামের দু'ঘণ্টার এই ডকুমেন্টারি দেখে সেই ধারণাটিই প্রবলতর হয়ে ওঠে।
দু'ঘণ্টা সময় ব্যয়ের সুযোগ বা ইচ্ছে না থাকলে দু'টি ট্রেইলার দেখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন