"আস্তিক-আকীর্ণ অঞ্ঝলে অধিক অশান্তি" নামে একটি স-ভিডিও পোস্ট দিয়েছিলাম। সেটির মূল বক্তব্য ছিলো, যে-দেশে যতো বেশি ধর্মপ্রবণ মানুষের বাস, অশান্তি ও হানাহানি সেই দেশে ততো বেশি। আজকের ভিডিওতে দেখুন, এক গবেষক তথ্য-উপাত্তের সাহায্যে প্রমাণ করছেন, যে-সমাজে ধর্মবিশ্বাস যতো প্রবল, সেখানে ততো বেশি বেশি নরহত্যা, আত্মহত্যা, ধর্ষণ, অযাচিত গর্ভধারণ, কিশোরী-গর্ভধারণ সহ নানাবিধ সামাজিক সমস্যার উদয় হয়। ধর্মবাজরা ইতোমধ্যে গলাবাজি শুরু করেছে, হুমকির সম্মুখীনও হচ্ছেন সেই গবেষক। অতীতেও অগণ্যবার সহনশীলতার সোল এজেন্সির দাবিদার ধর্মের প্রকৃত চেহারা প্রকটভাবে প্রকাশিত হয়েছে। আহা, সেটি যদি আর কখনও দেখতো না হতো, কী মঙ্গলকরই না হতো তা এই পৃথিবী ও পৃথিবীবাসী মানুষদের জন্যে!
এনবিসি-র খবর দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন