সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১০

দ্য ফ্লিন্টস্টোনজ: ধর্মবিশ্বাসীদের জন্য ডকুমেন্টারি


কমেডিয়ান লুইস ব্ল্যাক রসিকতা করে বলেছিলেন: There are people who believe that dinosaurs and men lived together. They roamed the earth at the same time. ...these people are watching the Flintstones as if it were a documentary! এখানে ভিডিও দেখুন।


রসিকতাটি যে কতোটা সত্যি, তা জানা গেল Meet the Flintstones নামের এই সংবাদ থেকে। আমেরিকার টেক্সাস প্রদেশের শতকরা তিরিশ ভাগ লোক বিশ্বাস করে, একটা সময়ে ডাইনোসর এবং মানুষ পাশাপাশি বাস করেছে পৃথিবীর বুকে! 


কেন তাদের এই ধারণা? কারণ গাঁজাখুরি গালগল্পসমৃদ্ধ ধর্মীয় কিতাবগুলো বিশ্বাসীদের যুক্তিপ্রয়োগক্ষমতা ধ্বংস করে ফেলে প্রশ্নহীন তৃপ্তির পথ দেখায়! কিতাবে যাহা খোদিত এবং ধর্মযাজকেরা যাহা কহেন, সবই ধ্রুব সত্য!

শিক্ষার প্রধান অন্তরায় – ধর্ম, এই সত্যটি আবারও প্রমাণিত হলো। মাঝেমধ্যে মনে হয়, কুশিক্ষার চেয়ে অশিক্ষা শ্রেয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন