আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১০

ইসলামী ইতরামি: অনার কিলিং


পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে (প্রবাসী মুসলিম সম্প্রদায়েও) প্রচলিত একটি ঐতিহ্যের নাম অনার কিলিং। পরিবার বা বংশের মর্যাদা ক্ষুণ্ণ বা হানিকারী সদস্যকে পরিবারের অন্য এক বা একাধিক সদস্যরা হত্যা করার রীতিকে অনার কিলিং বলা হয়। পরিবারের ভূলুণ্ঠিত মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার হয় এমন হত্যার মাধ্যমে। ইসলামে ঐতিহ্যগতভাবে অবহেলিত ও নিপীড়িত নারীরাই এই পাশবিক প্রথার স্বীকার হয় থাকে। 

সাম্প্রতিকতম ঘটনার কথা ছাপা গয়েছে ৪ ফেব্রুয়ারির গার্ডিয়ান পত্রিকায়: ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার কারণে ১৬ বছরের মেয়েকে জীবন্ত কবর দিয়ে পরিবারের সদস্যরা পরিবারের সম্মান রক্ষা করতে সমর্থ হয়েছে। ঘটনা ঘটেছে তুরস্কে।

তুরস্কেরই একটি মফস্বল এলাকায় এক বছরে ৬৯টি অনার কিলিং-এর ঘটনার রেকর্ড আছে। ভিডিওর প্রথম পর্ব দেখুন।

দ্বিতীয় পর্ব এখানে। 

আর এখানে দেখুন ইসলামী অনার কিলিং ফটো গ্যালারি

গুগলে "অনার কিলিং" লিখে সার্চ দিয়ে দুশো ছাব্বিশ কোটি রেজাল্ট পাওয়া গেল! ইউটিউবেও অনার কিলিং সংক্রান্ত হাজার ভিডিওর সন্ধান পাওয়া সম্ভব।

(কৃতজ্ঞতা: ধর্মকারীর পাঠক O'neel Bd-কে গার্ডিয়ান পত্রিকার খবরের লিংক পাঠানোর জন্যে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন