প্রার্থনায় কাজ হয়, তেমন দাবি অনেকেই করলেও প্রমাণ দেয়ার ক্ষমতা কিন্তু কারুর নেই। যে-কোনও মোনাজাতই যে পুরোপুরিই নিষ্ফলা, সে বিষয়ে পোস্ট দিয়েছিলাম কয়েকটি (এক, দুই, তিন, চার)।
আর তাই মোনাজাত মানেই সময়ের অপচয়। এবং ধর্মেই তো, বোধ হয়, বলে, "যাহারা অপচয় করে, তাহারা শয়তানের ভাই"! একজন ধর্মবিশ্বাসী জীবনে কতোটা সময় অপব্যয় করে অর্থহীন প্রার্থনার পেছনে, তার সাদামাটা হিসেব বের করতে ব্যবহার করুন মোনাজাত-মাপক যন্ত্র। আজ পেলাম নেটে। দেখতে সেটি এরকম:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন