শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

ধর্মের উত্থিত শিশ্ন


একটা বাক্য ব্যবহার করতেন আমার এক প্রিয় ব্লগার, হুবহু মনে পড়ছে না, তবে অনেকটা এরকম - ধর্মের শিশ্ন বেজায় স্পর্শকাতর। স্পর্শকাতর শব্দটি দু'টি ভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে: ১. সেনসিটিভ, ২. স্পর্শের জন্য কাতর 

তবে যে-কোনও অর্থেই তা ধর্মের জন্য প্রযোজ্য। ইন্দোনেশিয়ার ইসলামবাদীরা ঐতিহ্যবাহী স্থানীয় এক লোকনৃত্যকে "সেক্সি" আখ্যা দিয়ে সেটিকে নিষিদ্ধ করার পাঁয়তারা করছে। কারণ সেই নৃত্যদর্শনে স্পর্শের জন্য কাতর ইসলামবাদীদের শিশ্ন উত্থিত হয়ে পড়ে। প্রিয় পাঠক, ভিডিওটি দেখে বলুন, আপনিও কামোত্তেজিত হয়ে পড়লেন কি না! 



এবারে দেখুন কামকাতর ক্যাথলিক ধর্মযাজকদের কীর্তি এবং চার্চ কীভাবে অপরাধীদের প্রশ্রয় দিয়েছে, সর্বোতভাবে রক্ষা করেছে আইনের হাত থেকে, তা নিয়ে তৈরি সিএনএন-এর তিন পর্বের ভিডিও (সর্বমোট পঁচিশ মিনিট)। 

Church sex abuse


ডাউনলোড লিংক (৫৮ মেগাবাইট)

বাকি দুই অংশ Sex, priests and secrets এবং Tackling sex abuse দেখুন সিএনএন-এর সাইটে।

দ্বিতীয় পর্বের ডাউনলোড লিংক (৫৩ মেগাবাইট)
তৃতীয় পর্বের ডাউনলোড লিংক (৪০ মেগাবাইট)

বিবিসির তৈরি আরেকটি অসাধারণ ভিডিও দেখুন এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন