সকল ক্ষারক ক্ষার নহে, তবে সকল ক্ষারই ক্ষারক।
সকল নবী রসুল নহে, তবে সকল রসুলই নবী।
এসব পড়েছিলাম স্কুলে। এখন এই তালিকায় যোগ করা যায়: সকল মুসলমান টেররিস্ট নহে, তবে (প্রায়) সকল টেররিস্টই মুসলমান।
আজকের প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বাহাত্তর বেহেশতি হুর-প্রত্যাশী বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ মুসলমানকে আত্মঘাতী টেররিস্ট হামলা পরিকল্পনার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
আরেকটি খবরে বলা হচ্ছে, জামাত-শিবির নেতাদের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছিল।
আসুন, শান্তির ধর্মের জয়গান গাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন