রবিবার, ১৪ মার্চ, ২০১০

সকল মুসলমান টেররিস্ট নহে, তবে...


সকল ক্ষারক ক্ষার নহে, তবে সকল ক্ষারই ক্ষারক।
সকল নবী রসুল নহে, তবে সকল রসুলই নবী।

এসব পড়েছিলাম স্কুলে। এখন এই তালিকায় যোগ করা যায়: সকল মুসলমান টেররিস্ট নহে, তবে (প্রায়) সকল টেররিস্টই মুসলমান

আজকের প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বাহাত্তর বেহেশতি হুর-প্রত্যাশী বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ মুসলমানকে আত্মঘাতী টেররিস্ট হামলা পরিকল্পনার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

আরেকটি খবরে বলা হচ্ছে, জামাত-শিবির নেতাদের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছিল।

আসুন, শান্তির ধর্মের জয়গান গাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন