"ইসলামী ইতরামি" শিরোনামে কিছু লিখতে গেলেই মুখটা তেতো হয়ে যায়। বড়োই আনন্দের ব্যাপার হতো, যদি এ বিষয়ে আর কোনও কিছু লিখতে না হতো কখনও। কিন্তু তা কি আদৌ হবার? এই ইতরামি তো অন্তহীন
এক.
নাইজেরিয়ায় ইসলামী সন্ত্রাস অব্যাহত রয়েছে। পাঁচশো খ্রিষ্টান হত্যা করেও সাধ মেটেনি তাদের। এবারে হত্যা করেছে বারোজন খ্রিষ্টানকে এবং হত্যাশেষে বিজয়-ট্রফি হিসেবে কেটে নিয়েছে নিহতদের জিভ।
দুই.
পাকিস্তানীদের ভেতরে হিটলারপ্রীতি প্রবল বলে মন্তব্য করেছে জার্মান পত্রিকা শ্পিগেল। আমার তো ধারণা, শুধু পাকিস্তানী মুসলমানেরা নয়, অনেক মুসলমানই, যারা প্রবল ইহুদিবিদ্বেষী, হিটলারকে আদর্শ মনে করে। একটা ছবিও পাওয়া গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন