ইসলামের আরও একটি ভয়াবহ রূপ দেখুন তালিবানদের আফগানিস্তানে। আফগানী বংশোদ্ভুত সাংবাদিক সাইরা শাহ আক্ষরিক অর্থেই জীবনের ঝুঁকি নিয়ে চিত্রায়িত করেছেন এমন কিছু দৃশ্য, ঘটনা ও সাক্ষাৎকার এবং নির্মাণ করেছেন Beneath the Veil নামের ভিডিও, যা আড়াই বছর আগে ব্রিটিশ চ্যানেল ফোর-এ প্রচারিত হয়ে তুমুল আলোচিত ও সমালোচিত হয়। সমালোচনা করে তথাকথিত মধ্যপন্থী মুসলমানেরাও, যাদেরকে মোলায়েমভাবে "মডারেট" বলা হয় এবং যারা মূলত সবচেয়ে সুবিধাবাদী - তারা ধর্মেও থাকে, জিরাফেও থাকে। তাদের অভিযোগ ছিলো, ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে। তাই কি? তারা কি জানে যে, তালিবানদের প্রতিটি কর্মের ন্যায্যতা প্রতিপাদন করা সম্ভব কোরান আর হাদিস দিয়ে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন