বুধবার, ৩ মার্চ, ২০১০

ইসলামী ইতরামি: কথায় কথায় মৃত্যুর হুমকি


বিশিষ্ট সৌদি ধর্মযাজক শেখ আব্দুল-রহমান আল-বারাক অতি সম্প্রতি এক অধ্যাদেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, মুসলমান নারী-পুরুষের বিচ্ছিন্নকরণের (segregation) বিরোধিতাকারীর প্রাপ্য - মৃত্যুদণ্ড। "আধুনিকতার" নামে কর্মস্থলে বা শিক্ষালয়ে নারী-পুরুষের মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ। 

আরও বলা হচ্ছে, "যে এমন মেলামেশার অনুমতি দেয়,... সে আসলে অনুমতি দেয় নিষিদ্ধ কাজের, এবং যে এমন অনুমতি দেয়, সে কাফের, এবং এর অর্থ, সে ইসলামচ্যুত... হয় সে নিজেকে প্রত্যাহার করে নেবে ইসলাম থেকে, নতুবা তাকে হত্যা করা হবে..."

চমৎকার! কী বলেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন