শনিবার, ২৭ মার্চ, ২০১০

না গান, না কবিতা


Tim Minchin-এ মুগ্ধ হয়ে আছি বহুদিন। ইতোমধ্যে তাঁর চারখানা গান পোস্ট করা হয়ে গেছে। আজ যাচ্ছে পাঁচ নম্বর। তবে এটাকে কি গান বলা উচিত হবে? নাকি যন্ত্রসঙ্গীতানুষঙ্গে কবিতাপাঠ? তা যেটাই হোক, গানের লিরিকস (নাকি কবিতা?) আমাকে মুগ্ধ করেছে। নয় মিনিট ঊনচল্লিশ সেকেন্ড কীভাবে পার হয়ে গেল, টেরই পাইনি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন