রবিবার, ২৮ মার্চ, ২০১০

পোপের স্বরূপ


ক্যাথলিক চার্চ আর শিশু-যৌননিপীড়ন সমার্থক হয়ে উঠছে ক্রমশ। সাম্প্রকিতকালে প্রকাশ পেয়ে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধারণাটি দৃঢ়তর হয়ে উঠছে যে, চার্চের বহুদিনের লালিত এই ঐতিহ্যে বর্তমান পোপের সংশ্লেষ ও অবদান আছে। বিবিসি-র গতকালকের খবর পড়ুন।

নিচের কোলাজ ছবিটি তো এখন খুবই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে 


আর নিচের কার্টুনটি আগে প্রকাশিত পাপী পোপও নামের পোস্টের জন্য উপযুক্ত হতে পারতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন