মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০

ধর্মের ভূত যখন মাথায় জেঁকে বসে


প্রার্থনা ব্যাপারটাই ভুয়া। তবু দুর্বলচিত্তের মানুষেরা আশ্রয় খোঁজে প্রার্থনায়: যদি কোনও অতিলৌকিক শক্তি কর্ণপাত করে তাতে! কিন্তু অতিলৌকিক কিছু থাকলে তো! 

এক ধর্মভূতাক্রান্ত মহিলার মনে হলো, তাঁর স্বামী, তাঁর চার্চ, তাঁর শহর, তাঁর দেশ ও তাঁর প্রেসিডেন্টের জন্যে স-উপবাস প্রার্থনা করার নির্দেশ নাযেল হয়েছে তার ওপরে। ব্যস, তিনি ঘর বন্ধ করে বসে গেলেন অনাহারে প্রার্থনা করার মিশনে। স্বামীকে বললেন তাঁকে জ্বালাতন না করতে। স্ত্রীর অনুরোধের সম্মান রক্ষার্থে স্বামী নিজে সেই ঘরে ঢোকার চেষ্টা করেননি, অন্য আত্মীয়স্বজনদেরও নিরস্ত করেছেন। তবে ছাব্বিশতম দিনে তাঁর ঘর ভেঙে ঢুকে দেখা গেল, ঈশ্বর পাত্তাই দেয়নি তাঁর প্রার্থনাকে। তিনি মরে পড়ে আছেন। বিশদ সংবাদ

যুক্তিরহিত বিশ্বাস কখনওই শুভ হতে পারে না।

নিষ্ফলা প্রার্থনার সারশূন্যতা প্রসঙ্গে ধর্মকারীতে বেশ কয়েকটি পোস্ট প্রকাশিত হয়েছে এর আগে: এক, দুই, তিন, চার, পাঁচ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন