এক.
1 Mind Ministries নামের ধর্মীয় কাল্ট-এর (বাংলায় কী বলা যায়?) কিছু সদস্য ষোলো মাসের এক শিশুকে সপ্তাহখানিক অনাহারে রাখে এবং এক সময় শিশুটির হৃদস্পন্দন থেমে যায় এবং মারা যায় সে। শিশুটির অপরাধ ছিলো - খাদ্যগ্রহণকালীন প্রার্থনায় "আমিন" বলতে অস্বীকৃতি জানিয়েছিল সে। কাল্ট-এর প্রধান Queen Antoinette, যিনি নিজের পরিচয় দেন এভাবে: As a chosen daughter of the most high God and a queen of Jesus Christ, এবং তাঁর দুই কন্যার ষাট বছর করে জেল হয়েছে। বিস্তারিত খবর নিউজ-ইয়াহুতে।
দুই.
আমেরিকার গোঁড়া খিষ্টানবাদী রিপাবলিকান পার্টির উচ্চপদস্থ সদস্য বব মারশাল বলেছেন, কোনও মেয়ের গর্ভে জন্ম নেয়া প্রতিবন্ধী শিশু আসলে অ্যাবরশনের কারণে ঈশ্বরের দেয়া শাস্তি! বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে পড়ুন। নিজের কানে শুনুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন