শুক্রবার, ৫ মার্চ, ২০১০

নিউ টেন কম্যান্ডমেন্টস


বর্তমান সময়ের অন্যতম সরব ও খ্যাতনামা নাস্তিকদের একজন ক্রিস্টোফার হিচেন্স। তাঁর কথা এলেই আমার অনিবার্যভাবে মনে পড়ে বিবিসি আয়োজিত একটি বিতর্কের কথা, যেখানে তিনি এবং Stephen Fry স্রেফ ধুয়ে ফেলেছিলেন ক্যাথলিক ধর্মকে। তাঁদের শাণিত যুক্তির সামনে কাঁচুমাচু ক্যাথলিকদের অসহায় মুখ দেখে মায়াই হচ্ছিলো 

প্রায় ৪৭ মিনিটের এই বিতর্ক মিস করাটা বেজায় অনুচিত হবে। ইউটিউবে দেখে নিন নিচের লিংকগুলো ধরে:

বিতর্কটির অকর্তিত ভার্শন অতর্কিতে নেটে পেয়ে ডাউনলোড করে রেখেছিলাম। প্রায় দু'ঘণ্টা দীর্ঘ ভিডিওটি (৩১৫ মেগা) কেউ দেখতে আগ্রহী হলে জায়গায় বসে আওয়াজ দিন।

তো যা বলছিলাম। ক্রিস্টোফার হিচেন্স হাজির হয়েছেন তাঁর নিজস্ব টেন কম্যান্ডমেন্টস নিয়ে। ঈশ্বর কর্তৃক প্রস্তরখণ্ডে খচিত সেই "সর্বজনীন" ও অবশ্য মানিতব্য নৈতিক নীতিমালা, যা নাজেল হয়েছিল মুসা নবীর ওপরে এবং যা ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের ধর্মের নৈতিক কাঠামো হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই নীতিমালার সঙ্গে হিচেন্সের নীতিমালার বিস্তর ফারাক। সবচেয়ে বড়ো কথা, হিচেন্সের কম্যান্ডমেন্টগুলো না মেনে চললে নরকের আগুনে পোড়ার কোনও সম্ভাবনা নেই। তবে বিবেকের আগুনে পুড়লে পুড়তেও পারেন 

1. Do not condemn people on the basis of their ethnicity or color. 
2. Do not ever use people as private property. 
3. Despise those who use violence or the threat of it in sexual relations. 
4. Hide your face and weep if you dare to harm a child. 
5. Do not condemn people for their inborn nature (why would God create so many homosexuals only in order to torture and destroy them?) 
6. Be aware that you too are an animal and dependent on the web of nature, and think and act accordingly. 
7. Do not imagine that you can escape judgment if you rob people with a false prospectus rather than with a knife. 
8. Turn off that fucking cell phone (you have no idea how unimportant your call is to us). 
9. Denounce all jihadists and crusaders for what they are: psychopathic criminals with ugly delusions. 
10. Be willing to renounce any god or any religion if any holy commandments should contradict any of the above. 

In short: Do not swallow your moral code in tablet form.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন