এক.
হয়রানির বিরুদ্ধে অভিযোগ করতে এলেন এক সৌদি মহিলা। বদলে পেলেন ৩০০ বেত্রাঘাত ও আঠারো মাসের কারাদণ্ডের নির্দেশ। তাঁর অপরাধ তিনি অভিযোগ করতে এসেছিলেন একা, সঙ্গে পুরুষ কোনও আত্মীয় ছিলো না। খবর বিজনেসউইক থেকে।
দুই.
হুমকি-ভীতি প্রদর্শন করে, ছলে-বলে কৌশলে বিধর্মী ও ভিন্নধর্মীকে মুসলমান বানানোর ইসলামী ঐতিহ্য অটুট আছে যুগ যুগ ধরে। স্বয়ং নবী এই পথ দেখিয়েছেন (প্রাসঙ্গিক দু'টি পোস্ট দেখুন: এক, দুই)। ভারতে মুসলিমরা হিন্দু এবং খ্রিষ্টান মেয়েদের ভালোবাসার প্রলোভনে ফেলে ইসলামের পথে নিয়ে আসার কৌশল অবলম্বন করছে বলে জানা গেছে। প্রাসঙ্গিক ভিডিও দেখুন।
তিন.
ইসলাম ভিন্নমতাবলম্বী ও ভিন্ন ধর্মের অনুসারীদের ঘৃণা করে, তাদের গালি-গালাজ করে, মৃত্য কামনা করে। এর পরেও ইসলাম নাকি শান্তির ধর্ম!
চার.
জার্মানিতে রক্তবন্যা বইয়ে দেয়ার পরিকল্পনা করেছিল কারা, বলুন তো দেখি? হ্যাঁ, অবশ্যই শান্তির ধর্মের অনুসারীরা! ইসলামের শান্তিপ্রীতির উপর্যুপরি নিদর্শন। ব্রিটিশ ডেইলি মেইল জানাচ্ছে, চার সন্ত্রাসীকে জার্মানির আদালত জেল দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন