দু'শোরও বেশি বধির বালককে ধর্ষণ করেও ক্যাথলিক চার্চের মহারথীদের বদান্যতায় পার পেয়ে গেছে এক ধর্মযাজক। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বিস্ফোরক সংবাদে আরও জানা গেছে, সিরিয়াল শিশুধর্ষকের বিচারের চেয়ে চার্চকে স্ক্যান্ডালের হাত থেকে রক্ষা করাটাই মুখ্য কর্তব্য বলে ধর্ষককে যারা প্রশ্রয় দিয়েছে, তাদের মধ্যে বর্তমান পোপও আছেন। শাস্তিমূলক কোনও পদক্ষেপ নেয়া তো হয়ইনি, বরং ধর্ষককে অন্যত্র বদলি করে দিয়েছে ভ্যাটিকান এবং সে আবারও শিশুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে মৃত্যুর পূর্ব অবধি। কী দারুণ না?
এ বিষয়ে বিবিসি-র রিপোর্ট:
অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট:
ভাবেসাবে মনে হতে পারে, পোপ পেজগিতে পড়ে গেছে এবং তাকে সরিয়ে দেয়া হবে। জ্বী না। পোপ নিজে না চাইলে (বা ঈশ্বর তাকে না সরালে) তাকে পদচ্যুত করার ক্ষমতা নেই কারোর। বিশ্বাস না হয়, পড়ে দেখুন।
একটা কার্টুন পেলাম। স্রেফ দুর্ধর্ষ, লক্ষ্যভেদী ও প্রাসঙ্গিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন