বন্ধু আমার, সব ধর্ম বিকশিত হয়েছে স্রেফ প্রতারণা, ভীতি, লোভ, কল্পনা আর কবিতা থেকে।
– অ্যাডগার এলান পো (১৮০৯-১৮৪৯, আমেরিকান সাহিত্যিক, কবি, সম্পাদক ও সাহিত্য সমালোচক)
ঈশ্বর, শয়তান, দেবদূত, স্বর্গ বা নরক বলে কিছু নেই। যা আছে, তা হচ্ছে আমাদের এই চেনা পৃথিবী। ধর্ম মূলত পৌরাণিক কাহিনী ও কুসংস্কারের সমষ্টি, যা হৃদয়কে ভাবলেশহীন করে এবং মনকে বানায় দাস।
– Anne Nicol Gaylor (১৯৫৫, Freedom From Religion Foundation-এর সহপ্রতিষ্ঠাতা)
নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত পুণ্যাত্মা (saint) ব্যক্তিদের দোষী বলে গণ্য করা উচিত।
– জর্জ অরওয়েল (১৯০৩-১৯৫০, ব্রিটিশ ঔপন্যাসিক), Reflections on Gandhi (1949), quoted from Jonathon Green, The Cassell Dictionary of Cynical Quotations
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন