তথ্য-প্রমাণ ছাড়াই আল্লাহর অস্তিত্ব ও তার তথাকথিত গুণাবলীর অবিরাম ও বাধাহীন প্রচার আমাদের, নির্ধর্মীদের, শ্রবণ ও দর্শন ইন্দ্রিয়কে অনধিকারভাবে দখল করে রেখেছে অহর্নিশ। অথচ ঈশ্বর বা ধর্মবিরোধী কথার মানেই সহনশীলতার সোল এজেন্সির দাবিদার ধর্মবিশ্বাসীদের উচ্চকণ্ঠ প্রতিবাদ, মিছিল, ভাংচুর, আক্রমণ বা হত্যায় মেতে ওঠা।
আমেরিকায় অনেকের গাড়িতেই ঈশ্বরবন্দনাখচিত ন্ম্বম্বার প্লেট আছে। তা নিয়ে কখনও কোনও সমস্যার মুখোমুখি হতে হয় না। কিন্তু যখনই ইন্ডিয়ানাবাসী জেসন NO GODS লেখা নাম্বার প্লেটের জন্য দরখাস্ত দিলেন, বাধা এলো the Bureau of Motor Vehicles থেকে। তারা সরাসরি অস্বীকৃতি জানালো। তখন এগিয়ে এলো American Civil Liberties Union (ACLU) এবং মিডিয়া। বলা যায়, অনেকটা বাধ্য হয়েই বেজার মুখে ঈশ্বরের অস্তিত্ববিরোধী বাণী সম্বলিত নাম্বার প্লেট বসানোর অনুমতি দিলো তারা। এখন সহনশীলদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা।
সূত্র: গাড়ির মালিকের ব্লগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন